Homeদেশের গণমাধ্যমেছাদখোলা বাসে উদযাপনের কথা মনে করিয়ে দিলেন সানজিদা

ছাদখোলা বাসে উদযাপনের কথা মনে করিয়ে দিলেন সানজিদা


২০২২ সালে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। ঐতিহাসিক সেই উপলক্ষকে আরও স্মরণীয় করতে ছাদখোলা বাসে সাবিনা-সানজিদাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। যার মাধ্যমে রাজধানী শহর প্রদক্ষিণ করেছিলেন তারা। যার নেপথ্যে সানজিদা আক্তারের একটি ফেসবুক পোস্টও বেশ কাজ করেছিল। সানজিদা এবারও সাফের ফাইনালের আগে সেই কথা মনে করিয়ে দিলেন। পাশাপাশি আগের আসরের সাফল্যের পুনরাবৃত্তির আশা করছেন তিনি। 

বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষেই আবার ট্রফি জয়ের মিশন বাংলাদেশের। তাই গতবারের কথা মনে করিয়ে আজ নিজের ফেসবুক পেজে সানিজদা লিখেছেন, ‘২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিল প্রথম, আমাদের জন্যও ছিল অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিল, একইসাথে তপ্তরোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।’

এবারও একই স্মৃতি ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের, ‘আগেরবার যেটি ছিল প্রথমবার অর্জনের চেষ্টা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।’

সানজিদা আরও একবার সাফ জিততে চাইছেন। ফেসবুকে সেই আশার কথা শুনিয়েছেন তিনি, ‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেরণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত