[ad_1]
বাফুফেতে নারী ফুটবল নিয়েই কাজ করতেন গোলাম রব্বানী ছোটন। গত বছরের মে মাসে হুট করে চাকরি ছাড়েন। পরোক্ষে বাফুফের বিরুদ্ধে অভিযোগের তীর ছিল। তবে সময়ের পরিক্রমায় আবারও ছোটনের সঙ্গে গাটছড়া বাঁধতে যাচ্ছে বাফুফে। তবে এবার নারী ফুটবল নয়, এলিট একাডেমির কোচ হয়ে ছোটনকে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটি এলিট একাডেমির প্রধান কোচ করতে চায় বাংলাদেশের নারী ফুটবলের সফল কোচ ছোটনকে।
ছোটনকে কোচ করা প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির প্রধান নাসের শাহরিয়ার জাহেদী আজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এলিট একাডেমির প্রধান কোচ হিসেবে আমরা গোলাম রব্বানী ছোটনকে ভেবেছি। তার সঙ্গে কথাও হয়েছে। তিনি সম্মত আছেন। এখন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় বিষয়টা নিয়ে আলোচনা হবে। ডেভেলপমেন্ট কমিটি পাস করে দিলে আনুষ্ঠানিক ঘোষণা হবে। সব ঠিক থাকলে গোলাম রবাবানীকে আমরা জানুয়ারির মাঝামাঝি যোগ দিতে বলেছি।’
ছোটন অবশ্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি সবকিছু স্বচ্ছ চাই। জাহেদী ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। বাফুফেতে নতুন করে যোগ দিতে আমার আপত্তি নেই। তবে এখনও সবকিছু চূড়ান্ত কিছু হয়নি। হলে তো জানতে পারবেন।’
[ad_2]
Source link