Homeদেশের গণমাধ্যমেছোট্ট কুকুরের ৪ লাখ অনুসারী

ছোট্ট কুকুরের ৪ লাখ অনুসারী


বিশ্বের বিভিন্ন দেশে জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভার বা স্প্যানিয়েল প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পুলিশকে বিভিন্ন কাজে সহযোগিত করে। তবে করগি জাতের ছোট্ট পায়ের কুকুর পুলিশের কাজে সহযোগিতা করছে, এমন খবর খুব কমই শোনা যায়। চীনে ফু জাই নামের একটি করগি কুকুর পুলিশের দায়িত্ব পালন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরটির চার লাখের বেশি অনুসারী (ফলোয়ার) রয়েছে, যেখানে প্রতিনিয়ত এটির বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও পোস্ট করা হয়।

গত অক্টোবরে চীনের শানডং প্রদেশের ওয়েইফাং শহরের জননিরাপত্তা ব্যুরোতে যুক্ত হয় ফু জাই। কর্মতৎপর ছোট্ট কুকুরটি ‘স্নিফার ডগ’ হিসেবে কাজ করছে। তীক্ষ্ণ ঘ্রাণশক্তি ব্যবহার করে যেকোনো ধরনের বিস্ফোরক শনাক্ত করতে পারে সে। শুধু দক্ষতাই নয়, বাহ্যিক সৌন্দর্য, ছেলেমানুষি আচরণ আর খাবারের প্রতি অদম্য আসক্তি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেছে ফু জাই।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত