Homeদেশের গণমাধ্যমেজকিগঞ্জে দিনভর বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

জকিগঞ্জে দিনভর বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

[ad_1]

সিলেটের জকিগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দিনভর বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করেছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই থেকে জকিগঞ্জ পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিষয়টির সমাধান না হলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার সড়কে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। পাশাপাশি অন্যান্য যানবাহনও এই সড়কে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম।

এর আগে রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট-জকিগঞ্জ সড়কের কামালগঞ্জ এলাকায় সড়কের পাশে ফুটবল খেলতে গিয়ে বাসচাপায় আবির হোসেন বাবু নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। এ ঘটনার পরপর উত্তেজিত ছাত্র-জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জকিগঞ্জ থানা পুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব দত্ত সরেজমিন গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ থেকে চারখাই পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন শ্রমিকরা। এছাড়া জকিগঞ্জ-শেওলা, জকিগঞ্জ-আটগ্রাম-চারখাই ও জকিগঞ্জ-কালিগঞ্জ-চারখাই সড়কে বাস চলাচল বন্ধ থাকায় পুরো জকিগঞ্জই অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে কোনো সমাধান না হলে মঙ্গলবার থেকে সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম।

তিনি জানান, পরিবহন শ্রমিকরা জকিগঞ্জের প্রতিটি সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন। সঠিক সমাধান না হলে মঙ্গলবার থেকে সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার সড়কেও বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, বিষয়টি সিলেটের জেলা প্রশাসককে জানানো হয়েছে। শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ জামিল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত