Homeদেশের গণমাধ্যমেজবি ও গ্রামীণ ইউগলেনার মধ্যে সমঝোতা

জবি ও গ্রামীণ ইউগলেনার মধ্যে সমঝোতা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও গ্রামীণ ইউগলেনার ইউগলেনা জিজি লিমিটেডের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণ সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর হয়েছে।

গ্রামীণ ইউগলেনার ইউগলেনা জিজি-লিমিটেডের পক্ষে সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা শিওরি ওনিশি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান জিআইএস, রিমোট সেন্সিং, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ও সামাজিক গবেষণা ক্ষেত্রে যৌথভাবে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, জবির শিক্ষার্থীরা ইউগলেনার আধুনিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগ সম্পর্কে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

এ সহযোগিতার ফলে আন্তঃবিষয়ক গবেষণা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে উঠবে। বিশেষ করে জাপানের ইউগলেনা কোম্পানির সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন হবে। সমঝোতা স্মারকের মেয়াদ প্রাথমিকভাবে দুই বছর নির্ধারিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, গ্রামীণ ইউগলেনার ইউগলেনা জিজি লিমিটেডের অপারেশন প্রধান মো. নাজমুস সাদাত, ডেপুটি ম্যানেজার মোকশিমুল ফাহিম প্রমুখ।

বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের।

জবি উপাচার্য বলেন, “এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও পরিবেশগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে। শিক্ষার্থীরা কৃষি ও পরিবেশগত প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে আরো সমৃদ্ধ হবে।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত