Homeদেশের গণমাধ্যমেজমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল শনিবার

জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল শনিবার


দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সভাপতি আল্লামা শায়খ জিয়াউদ্দিন। শুরুতেই সভায় রিপোর্ট পেশ করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী।

জমিয়তের এ বৈঠকে সারাদেশ থেকে আসা মজলিসে আমেলার সদস্যরা অংশ নিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) কাউন্সিল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ বৈঠকে আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে দলের নেতৃত্ব বাছাই করা হবে। বর্তমান নেতৃত্বে কিছু পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ পদেও আসতে পারে রদবদল। মজলিসে আমেলার বৈঠকে এসব বিষয় সিদ্ধান্ত হবে।

জমিয়তের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ডিসেম্বর। সেই কাউন্সিলে মাওলানা জিয়া উদ্দিনকে সভাপতি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব ও মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিনিয়র সহসভাপতি করে ১৮৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত