Homeদেশের গণমাধ্যমে‘জয়িতা’ সম্মাননা পেলেন সুষমা ঘোষ

‘জয়িতা’ সম্মাননা পেলেন সুষমা ঘোষ

[ad_1]

কৃষক পরিবারের গৃহিণী সুষমা ঘোষ (৬০)। দরিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে এই গৃহিণী তার তিন ছেলেকে মানুষ করেছেন। বর্তমানে তার তিন ছেলেই প্রতিষ্ঠিত। সন্তানদের প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘জয়িতা’ সম্মাননা পেয়েছেন সংগ্রামী এই নারী।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতর আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে সুষমা ঘোষের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

মদন উপজেলার চত্রমপুর গ্রামের কৃষক অরুণ চন্দ্র ঘোষের স্ত্রী সুষমা ঘোষ। তার তিন ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে অঞ্জন চন্দ্র ঘোষ বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত। মেজো ছেলে রঞ্জন ঘোষ বাবার পেশা কৃষিকাজের পাশাপাশি গবাদিপশুর খামার করে নিজেই স্বাবলম্বী। ছোট ছেলে ডা. নয়ন চন্দ্র ঘোষ ৪২তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সন্তানদের এমন সফলতার পেছনে মায়ের অগ্রণী ভূমিকা থাকায় তিনি সফল জননী হিসেবে জয়িতা সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। 

এ ছাড়াও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় মাহফুজা আক্তার শিমু ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাহমিন আরা বেগম নামে আরও দুই নারীকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

কথা হলে জয়িতা সম্মাননাপ্রাপ্ত সুষমা ঘোষ বলেন, ‘আমার স্বামী একজন কৃষক এবং আমি একজন গৃহিণী। প্রতিদিন ভোরে স্বামীকে কৃষিকাজে পাঠিয়ে দিতাম। তারপর সন্তানদের জন্য রান্না করে তাদের স্কুল পাঠাতাম। তারপর ব্যস্ত থাকতাম পরিবারের কাজ নিয়ে। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি সারাক্ষণ পরিশ্রম করতাম। সন্তানদের সফলতায় আমি গর্বিত।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক তালুকদার জানান, সুষমা ঘোষ মা হিসেবে তার সন্তানদের প্রতি দায়িত্ব পালনে যথেষ্ট আন্তরিক ছিলেন। তার ভূমিকার কারণেই তার সন্তানরা দেশের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে উঠেছে। তাই তাকে সফল জননী হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় মাহফুজা আক্তার শিমু ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাহমিন আরা বেগমকে জয়িতা হিসাবে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত