Homeদেশের গণমাধ্যমেজাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের আহ্বায়ককে শোকজ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের আহ্বায়ককে শোকজ


অযাচিত ও অপেশাদারমূলক আচরণের অভিযোগে বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার (আইনজীবী সমিতি) ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) এ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান।

এছাড়া আরও তিন আইনজীবীকে নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিলন, প্রাথমিক সদস্য মো.জাবেদ ও এস এম ইলিয়াস হাওলাদার।

নোটিশে বলা হয়, গত ১৭ মে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে আপনার “অপেশাদারিত্বমূলক” আচরণ ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা দলীয় ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে।

‘এ রকম অযাচিত এবং অপেশাদার মূলক আচরণের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সভাপতি ও মহাসচিব বরাবরে লিখিতভাবে আগামী ৩ (তিন) দিনের মধ্যে কারণ ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হচ্ছে।’ নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সিদ্ধান্ত অনুসারে এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত