Homeদেশের গণমাধ্যমেজাতীয় দলে অভিষেক ফাহামিদুলের, একাদশে আছেন হামজাও

জাতীয় দলে অভিষেক ফাহামিদুলের, একাদশে আছেন হামজাও

[ad_1]

৫৫ মাসের দীর্ঘ নীরবতা শেষে আবার প্রাণ ফিরেছে ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে। আধুনিক রূপে সেজে নেওয়া স্টেডিয়াম আজ যেন বাংলাদেশের ফুটবলের এক নতুন ভোরের ঘোষণা দিল। আর এই ঐতিহাসিক মুহূর্তে দেশের জার্সিতে অভিষেক হলো ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের। তার সঙ্গে একাদশে জায়গা করে নিয়েছেন লেস্টার সিটি থেকে উঠে আসা মিডফিল্ডার হামজা চৌধুরীও।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ একাদশ ঘোষণা করেন আজ (৪ জুন) সন্ধ্যায়। আলোচিত আরেক প্রবাসী তারকা শমিত সোম অবশ্য একাদশে জায়গা পাননি।

ঢাকা জাতীয় স্টেডিয়াম দীর্ঘ সংস্কারের পর এখন নতুন রূপে হাজির। নতুন ঘাস, আধুনিক আসন, ঝলমলে এলইডি ফ্লাডলাইট, ইলেকট্রনিক স্কোরবোর্ড আর ছাদের নিচে বসে খেলা দেখার সুবিধা—সব মিলিয়ে এটি যেন এক আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপ নিয়েছে। মাঠের পরিবেশ যেমন পরিবর্তন হয়েছে, তেমনি ফুটবলপ্রেমীদের মধ্যেও ফিরেছে প্রাণচাঞ্চল্য।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচ ঘিরে গেটের সামনে ভিড়, দর্শকদের মুখে উচ্ছ্বাস, আর গ্যালারিতে শ্লোগানের ঝড়—সব মিলিয়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সংবাদকর্মীরা ফিরে পেয়েছেন তাদের জায়গা। আধুনিক চেয়ার, আলোকিত ডেস্ক, পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের পরিবেশ—সবকিছু যেন এক নতুন যুগের সূচক। যদিও কিছু জায়গায় স্তম্ভের কারণে দৃষ্টির সমস্যা রয়ে গেছে, কিন্তু সেটি এই বিরাট পরিবর্তনের কাছে অতি তুচ্ছ।

মাঠে যখন হামজা চৌধুরী ওয়ার্মআপে নামলেন, তখনই দর্শকদের কণ্ঠে ঝড় ওঠে: ‘হামজা! হামজা!’ কেউ প্ল্যাকার্ড ধরে রাখেন: ‘আমরা বিশ্বাস করি তুমি জিতবে।’ মাঠের পরিবেশে যেমন আধুনিকতা, গ্যালারিতে তেমনি আবেগ আর প্রত্যাশার মিশেল।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এই প্রীতি ম্যাচ কেবল প্রস্তুতির উপলক্ষ নয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত