যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, মাইক ওয়াল্টজকে জাতিসংঘে তার দেশের পরবর্তী দূত হিসেবে মনোনীত করা হবে। ‘আমাদের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখতে ওয়াল্টজ কঠোর পরিশ্রম করেছেন’- বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসনে মাইক ওয়াল্টজের অপসারণ সবচেয়ে বড় রদবদলের ঘটনা।
ওয়াল্টজের পদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অন্তর্বর্তীকালীন স্থলাভিষিক্ত হবেন জানিয়ে ট্রাম্প বলেন, মাইক ওয়াল্টজ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখতে নিরলস পরিশ্রম করেছেন। আমি জানি তিনি তার নতুন ভূমিকায়ও (জাতিসংঘে মার্কিন দূত হিসেবে) এভাবেই কাজ করে যাবেন।
‘অন্তর্বর্তীকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে পররাষ্ট্র দপ্তরেও রুবিও তার শক্তিশালী নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন’- বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কো রুবিওর আগে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার। তিনি রিপাবলিকান সরকারের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
এদিকে, অব্যাহতি পাওয়ার পর সামাজিক মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ওয়াল্টজ লিখেছেন, ‘আমি গভীরভাবে সম্মানিত যে, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমাদের মহান জাতির প্রতি আমার কাজ অব্যাহত রাখতে পেরে।’
একটি ম্যাসেজিং গ্রুপ চ্যাটের তথ্য ফাঁস ঘিরে ট্রাম্প প্রশাসনে প্রভাব হারাতে থাকেন মাইক ওয়াল্টজ। গ্রুপটিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনার বার্তা আদান-প্রদান করেছিলেন।
জানা যায়, ওয়াল্টজ নিজেই ওই গ্রুপ চ্যাট তৈরি করেছিলেন। কিন্তু অসাবধানতাবশত ওই গ্রুপে একজন সাংবাদিক যুক্ত হয়ে যান। এপ্রিলের এ ঘটনার দায়ও নিয়েছিলেন ওয়াল্টজ। তখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে না সরালেও ধীরে ধীরে প্রভাব হারাতে থাকেন তিনি। সূত্র: সিএনএন
এমকেআর