Homeদেশের গণমাধ্যমেজাতীয় সংগীতকে নতুন ধাঁচে সাজাচ্ছে সৌদি আরব

জাতীয় সংগীতকে নতুন ধাঁচে সাজাচ্ছে সৌদি আরব

[ad_1]

নিজেকে বদলে ফেলতে মরিয়া সৌদি আরব। আধুনিকায়নের নামে ইসলাম সমর্থন করে না, এমন অনেক কিছুরই এখন দেখা মিলছে দেশটিতে। নাচ-গান থেকে শুরু করে পশ্চিমা সমর্থিত অনেক অনেক সংস্কার এনেছে দেশটি। এবার নিজেদের জাতীয় সংগীত নিয়েও কাটাছেঁড়ায় নেমেছে রিয়াদ। এ জন্য অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দ্য গার্ডিয়ান জানায়, দ্য লায়ন কিং, ডিউন এবং দ্য ডার্ক নাইট ট্রিলজির মতো বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের প্রাথমিক কাঠামোতে সম্মতি জানিয়েছেন। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশিখ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি জাতীয় সংগীতকে নতুন যন্ত্রের মাধ্যমে পুনর্গঠন করা হবে।

জাতীয় সংগীত ছাড়াও জিমারের সঙ্গে সৌদি-অনুপ্রাণিত ‘আরাবিয়া’ নামে একটি সুর, কনসার্ট ও আসন্ন চলচ্চিত্র ‘দ্য ব্যাটল অব ইয়ারমুক’-এর সাউন্ডট্র্যাক নিয়েও আলোচনা হয়েছে। সৌদি বাদশা আবদুল আজিজের অনুরোধে ১৯৪৭ সালে মিশরের সুরকার আব্দুর রহমান আল খতিব সৌদি আরবের জাতীয় সংগীত ‘আশ আল-মালিক’ (দীর্ঘজীবী হোন বাদশা) রচনা করেছিলেন। বর্তমান সংস্করণটি সেই সময়কার প্রচলিত ‘আরব ফ্যান ফেয়ার’ ঘরানার।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত