[ad_1]
কোতোয়ালি থানা সূত্র জানায়, জাপার পক্ষে করা মামলার বাদী জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ আলী। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদসহ ২২ নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে।
অন্যদিকে এনসিপির করা মামলার বাদী দলটির রংপুরের সংগঠক আলমগীর রহমান (নয়ন)। মামলায় জাপা চেয়ারম্যান জি এম কাদের, কো–চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান (মোস্তফা), রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০-৯০ জনকে। মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতারা কোতোয়ালি থানায় মামলা করতে যান। রাত ১১টার দিকে থানা থেকে বের হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ওসি সাহেব ওপর মহলে কথা বলবেন বলে ঘণ্টা দুয়েক গড়িমসি করেন। শেষে বলেন, তাঁরা অভিযোগটি নিচ্ছেন। কিন্তু মামলা রেকর্ড হচ্ছে না।’
[ad_2]
Source link