[ad_1]
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ট্রায়াল কোর্ট গ্রেপ্তার-পরবর্তী জামিন বাতিল করেছিলেন। এ মামলায় দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা জবাবদিহি সংস্থার একটি অভিযোগও যুক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে সৌদি যুবরাজ বুশরা বিবিকে একটি গয়না সেট উপহার দেন। এতে আংটি, ব্রেসলেট, হার ও দুল ছিল। কিন্তু এসব উপহার তিনি তোশাখানায় জমা দেননি।
গতকাল আদালতে শুনানির সময় পাকিস্তানের তদন্ত সংস্থা (এফআইএ) জানায়, যে গয়নার কথা মামলায় এসেছে, তা সামনে হাজির না করায় এর প্রকৃত মূল্য যাচাই করা যায়নি।
[ad_2]
Source link