Homeদেশের গণমাধ্যমেজালে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

জালে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

[ad_1]

কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপ উপকূলে জালে ধরা পড়ছে পাঁচ মণ ওজনের একটি ‘পাখি মাছ’।

ট্রলারের মালিক মোহাম্মদ রফিক সাংবাদিকদের বলেন, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে বিক্রির জন্য মাছটি নিয়ে আসে জেলেরা। এ সময় বিশাল মাছটি একনজর দেখতে ভিড় জমায় শত শত মানুষ।

ট্রলারের মাঝি জিয়াবুল হক বলেন, দুদিন আগে এফবি রফিক নামের একটি ট্রলার নিয়ে ১৫ জেলেসহ গভীর সাগরে মাছ শিকারের জন্য যান। বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন মৌলবি শীল এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল পাখি মাছটি ধরা পড়ে। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে তাদের বেগ পেতে হয়েছে। তবে স্থানীয়ভাবে এ মাছের চাহিদা না থাকায় হতাশা প্রকাশ করেন মাঝি জিয়াবুল।

টেকনাফের মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম বলেন, আমার জীবনে এত বড় পাখি মাছ দেখিনি। আমাদের এদিকে এই মাছ তেমন পাওয়া যায় না। গভীর সাগরে মাছটির দেখা মেলে। এ মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এ মাছটি খেতে খুব সুস্বাদু। টেকনাফ এলাকায় এসব মাছের তেমন চাহিদা না থাকায় খুব কম দামে বিক্রি হয়েছে। ট্রলারের মালিক ৪৫ হাজার টাকা দাম চেয়েছিলেন। পরে মাছ ব্যবসায়ী সুলতান আহমদ ১৫ হাজার টাকায় সেটি কিনেছেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। এর ওজন পাঁচ মণের বেশিও হয়ে থাকে। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত