[ad_1]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নওয়াব ফয়জুন্নেসা হল থেকে আটক আশরাফুল ইসলাম ওরফে যাযাবর পারভেজের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। আজ সোমবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত আজ এ আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আকতার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে গত শনিবার (১৮ জানুয়ারি) আটক হন আশরাফুল ইসলাম। পরের দিন তাঁর বিরুদ্ধে রাজধানীর আশুলিয়া থানায় চুরির মামলা করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী।
[ad_2]
Source link