Homeদেশের গণমাধ্যমেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের আক্রমণে আহত ৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের আক্রমণে আহত ৩

[ad_1]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিয়ালের আক্রমণে তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা ও প্রান্তিক এলাকায় এই আক্রমণের ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্যমতে এ পর্যন্ত তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- আনসার সদস্য অজয় হাওলাদার, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার ও টারজানের দোকানদার জব্বার মিয়া।

আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, রাত ১০টার দিকে প্রান্তিকের কমিউনিটি মসজিদের পাশে আমরা তিন জন ডিউটি করছিলাম। এ সময় একটি শিয়াল এসে হঠাৎ আমার পায়ের গোড়ালিতে বুটের ওপর দিয়ে কামড়ে ধরে। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি। 

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত তিন জন আক্রান্ত পাওয়া গেছে। আহতদেরকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দোকানদার জব্বার এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন- জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতঙ্ক ছড়ানোর খবর পেয়েছি। আগামীকাল দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত