Homeদেশের গণমাধ্যমেজিয়াউর রহমানের যে নীতির কারণে বিএনপি টিকে গেছে

জিয়াউর রহমানের যে নীতির কারণে বিএনপি টিকে গেছে

[ad_1]

কে রাজনীতি করতে পারবে বা কে করতে পারবে না, সেই সিদ্ধান্ত জিয়াউর রহমান জনগণের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি বরং প্রতিপক্ষকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মোকাবিলা করার পথ বেছে নিয়েছিলেন। বহুপক্ষীয়, উদার ও অন্তর্ভুক্তিমূলক সমাজগঠনের জন্য ১৯ দফা ঘোষণা করে রাজনীতিতে সক্রিয় হয়ে জনসাধারণকে আকৃষ্ট করার চেষ্টা করেন। এই প্রচেষ্টায় তিনি সফল হয়েছিলেন।

প্রথমত, জিয়াউর রহমান সব জাতি–ধর্ম–বর্ণের সমান পরিচয় ও অধিকারের ভিত্তিতে একটি সমাজগঠনে উদ্যোগী হন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রচার করেন রাষ্ট্রের নাগরিকদের একক রাজনৈতিক পরিচয় নির্মাণের জন্য। সংকীর্ণ জাতিবাদী বাঙালি বা ধর্মীয় জাতিয়তাবাদের ধারণা থেকে বের হয়ে এসেছিলেন তিনি। মূলত পশ্চিম বা উত্তর ইউরোপের দেশগুলোর আদলে রাষ্ট্রের ভিত্তিতে তিনি নাগরিকদের পরিচয় নির্মাণের প্রয়াসী হন।

উল্লেখ্য যে জিয়াউর রহমান ওই সময় এশিয়া, আফ্রিকা বা লাতিন আমেরিকায় প্রবল জাতিবাদী জাতীয়তাবাদের ঢেউ থেকে নিজের রাজনৈতিক দর্শনকে আলাদা করতে পেরেছিলেন। উত্তর ঔপনিবেশিক সময়ে দেশগুলো তখন জাতিবাদীতায় আচ্ছন্ন ছিল। তারা মনে করত, জাতিবাদী জাতীয়তাবাদই রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সম্ভাব্য দর্শন। কিন্তু জাতিবাদী ধারণা সমাজে, রাষ্ট্রে বিভাজন সৃষ্টি করে। ইউরোপ তখন এই ধারণা থেকে বের হয়ে এলেও এশিয়া, আফ্রিকা, লাতিনের দেশগুলোর তখনো এ ধারণা থেকে বের হয়ে আসতে পারেনি। এমন অবস্থায় যুদ্ধবিধ্বস্ত, অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির একটা দেশের শাসক হিসেবে জিয়াউর রহমানের পক্ষে খুব একটা সহজ বিষয় ছিল না জাতিবাদী কর্তৃত্বের ধারণা থেকে বের হয়ে পশ্চিম ইউরোপের সোশ্যাল ডেমোক্র্যাটদের আদলে একটি দল গঠন করা এবং রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত