Homeদেশের গণমাধ্যমেজুলাই পরবর্তী রাজনীতি ও ইকসু গঠনে গোলটেবিল বৈঠক

জুলাই পরবর্তী রাজনীতি ও ইকসু গঠনে গোলটেবিল বৈঠক

[ad_1]


ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৪ জানুয়ারি ২০২৫  

জুলাই পরবর্তী রাজনীতি ও ইকসু গঠনে গোলটেবিল বৈঠক


জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ইকসু) গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় ইবি শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত প্রমুখ।

বৈঠকে আমন্ত্রিত প্রতিনিধিরা ইকসুর সুফল ও গঠন  সম্পর্কে আলোচনা করে। এ সময় তারা লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানান।

শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন এমন ছাত্র প্রতিনিধি নির্বাচিত করার দাবি জানিয়ে বৈঠকে বক্তারা বলেন, ইকসু গঠনে আইনি কোনো বাঁধা নেই। এটা শুধু কালক্ষেপণ। বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কার করা যায়। এছাড়া ইকসুর নেতারা কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না বলে দাবি করেন প্রতিনিধিরা।

ঢাকা/তানিম/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত