মাজার দখলের ঘটনার জন্য ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে দায়ী করেছে জেরুজালেম গভর্নরেট। এ ঘটনাকে তারা ‘পূর্ণমাত্রার অপরাধ’ এবং ‘জেরুজালেমের আরব, ইসলামি ও খ্রিষ্টান পরিচয় বদলে দেওয়ার লক্ষ্যে চলমান ঔপনিবেশিক প্রকল্পের অংশ’ বলে উল্লেখ করেছে।
জেরুজালেমের মুসলমান ও খ্রিষ্টানদের ধর্মীয় স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো), ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), জাতিসংঘ মানবাধিকার পরিষদসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।