[ad_1]
বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে পরিচিতি পাওয়া এজাজ খান জেলবন্দী দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন। ওই সময়ে আর্থার রোড জেলে বন্দী ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। রাজ ও আরিয়ানকে ঘিরেও কিছু কথা তিনি এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন। এজাজ জানিয়েছেন যে আরিয়ানের জন্য অত্যন্ত কঠিন ছিল সেই দিনগুলো।
মাদকদ্রব্য মামলায় অভিযুক্ত হয়ে আর্থার রোড জেলে ছিলেন অভিনেতা এজাজ খান। এক ওয়েবসাইটকে সাক্ষাৎকারের সময় এজাজ বলেছেন, ‘রাজ কুন্দ্রা যখন জেলে এসেছিলেন আমার তখন সেখানে সাত মাস কাটানো হয়ে গেছে। রাজ কুন্দ্রা আমাকে রোজ বার্তা পাঠাতেন। বাইরে তাঁর অনেক নামডাক, কিন্তু জেলের ভেতরে আমার কথা বেশি চলত। জেলে তাঁকে কড়া নজরের মধ্যে রাখা হয়েছিল।’ এই টেলিভিশন অভিনেতা আরও খোলাসা করে বলেছেন, ‘জেলের সুপারিনটেনডেন্ট তাঁকে (রাজ) জল দিতে পর্যন্ত নিষেধ করেছিলেন। তিনি আমার কাছ থেকে জল, পাউরুটি, বিস্কুট চেয়ে পাঠাতেন। জেলের মধ্যে বিস্কুট, জলের বোতল বা সিগারেট জোগাড় করা অনেক কঠিন। ওখানে জেলের সাধারণ জল খাওয়ার অনুমতি শুধু ছিল, বাইরের বোতলজাত পানীয় নয়। জেলের জল তিনি খেতে পারতেন না, খেলেই অসুস্থ হয়ে যেতেন। তিনি আমাকে কোনো সাহায্য করেননি, কিন্তু আমি অনেক সাহায্য করেছিলাম।’
[ad_2]
Source link