বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ঝিনাইদহ সীমান্তে ২৫ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
শনিবার (১৭ মে) রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, বাঘাডাংগা ও সামন্তা বিওপির অভিযানে ২৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আটকদের মধ্যে সাত জন নারী ও পাঁচজন শিশু।
এছাড়া প্রাপ্ত বয়স্ক ১২ জন বাংলাদেশি পুরুষ আটক হয়েছেন। আটকরা নড়াইল, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
শাহজাহান নবীন/আরএইচ/জেআইএম