[ad_1]
সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবার ট্রফি জিতে সাবিনাদের বাধনহারা উল্লাস। মাঠেই একদফা উৎসব হয়েছে। দশরথের মাঠ প্রদক্ষিণ করেছে অনেকেই। আর ট্রফি নিয়ে উল্লাস তো ছিলই।
কাঠমান্ডুতে সাফ শিরোপা আবার জেতার পর বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘এটা আমাদের ফুটবলের জন্য প্রয়োজন ছিল। মেয়েদের ফুটবল যে উন্নতি হয়েছে সেটা মেয়েরা প্রমাণ করেছে। প্রথমবার যেটা জিতেছি বাই চান্স নয়।’
ট্রফি জয়ের পর সাবিনা আরও বলেছেন, ‘দেশের মানুষের মান রাখতে পেরেছি এটাই বড় পাওয়া। দেশের মানুষের দোয়া ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না। মেয়েরা যে খেলেছে তারাও দাবিদার।’
বাংলাদেশ দলের অন্যতম মিডফিল্ডার ফুটবলার মারিয়া মান্দা। তার কথা, ‘এই ট্রফিটা আমাদের দেশের মানুষকে উৎসর্গ করতে চাই।’
ম্যাচের পরিস্থিতি নিয়ে মারিয়া বলেছেন, ‘সমতা হওয়ার পর আমরা মনোবল হারাইনি, গোল দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছি। ম্যাচ জিতেও গেছি।’
[ad_2]
Source link