Homeদেশের গণমাধ্যমেটিকিটের মূল্য সর্বোচ্চ ১২ হাজার, সর্বনিম্ন আড়াই হাজার

টিকিটের মূল্য সর্বোচ্চ ১২ হাজার, সর্বনিম্ন আড়াই হাজার

[ad_1]

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর সামনে রেখে মিউজিক্যাল ফেস্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানি বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দল গান পরিবেশনা করবে এই ফেস্টে। এ ছাড়াও দেশীয় ব্যান্ডের মধ্যে মাইলস, অ্যাভয়েড রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও হান্নান পারফর্ম করবে। 

আগামী ২৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় মিরপুর শের-ই-বাংলায় আয়োজিত হবে কনসার্টটি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে মিউজিক্যাল ফেস্টের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রিমিয়ার টিকিটের মূল্য সর্বোচ্চ ১২ হাজার টাকা আর সর্বনিম্ন ক্লাব হাউজের মূল্য আড়াই হাজার টাকা। এ ছাড়া গোল্ড ৮ হাজার, সিলভার ৬ হাজার ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪ হাজার টাকা। 

আজ রাত সাড়ে ৯টা থেকে টিকিট কেনা বেচার অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই থেকে টিকিট সংগ্রহ করা যাবে। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের জন্য একটি বিশেষ ব্যবস্থা রেখেছে বিসিবি। “জোন ৩৬” নামে এই জোনে ১০০টি আসন সংরক্ষিত থাকবে।

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতাটি। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিচ্ছে। মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি। বাড়তি একদিন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ঢাকায় প্রথম পর্বে মোট ৮ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল চলে যাবে সিলেটে। সিলেটে ছয় দিনে মোট ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি সিলেটে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি হবে শেষ ম্যাচ।

এরপর বিপিএলের গন্তব্য চট্টগ্রাম। চট্টগ্রামেও ছয় দিনে ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ঢাকায় হবে বিপিএলের শিরোপা নির্ধারণী পর্ব। গ্রুপ পর্বের পাঁচদিনে আরও ১০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর এলিমিনেটর, দুটি কোয়ালিফাইয়ার এবং ফাইনাল ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে।

এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার হবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ৫ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল। শেষ চার ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত