Homeদেশের গণমাধ্যমেট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রের, আহত ২ বন্ধু

ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রের, আহত ২ বন্ধু


বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা নিহতের বন্ধু বলে জানা গেছে। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং সরকারী গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বার্থী বাজারের উদ্দেশ্যে আসার সময় অজ্ঞাতনামা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তালহা নিহত ও দুই আরোহী আহত হন।

আহতরা হলেন বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা এবং একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, আহতদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত