[ad_1]
গত ৭ সেপ্টেম্বর কমলা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দেন অভিনেতা রবার্ট ডি নিরো। কমলাকে সমর্থন দিয়ে ‘রোমাঞ্চিত’ অনুভব করছেন বলেও জানান এই হলিউড তারকা। তবে কমলার সমর্থকদের অতি আত্মবিশ্বাসী না হতেও সতর্ক করে দেন তিনি।
এ সময়ের আরেক জনপ্রিয় গায়িকা বিয়ন্সেও কমলার পক্ষে। কেবল তা–ই নয় কমলার নির্বাচনী প্রচারে নিজের গান ব্যবহারের অনুমতিও দিয়েছেন বিয়ন্সে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কমলা হ্যারিসের পক্ষে সমর্থনের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী সারা জেসিকা পার্কারও। ক্যাপশনে লিখেছেন, যাঁরা যুক্তরাষ্ট্রকে ভালোবাসেন, তাঁদের কমলার পক্ষেই থাকা উচিত।
এ ছাড়া কমলাকে সমর্থন জানিয়েছেন লিজ্জো, ম্যাট ডেমন, জেন ফন্ডা, বেন স্টিলার, জেনিফার লরেন্সের মতো প্রথম সারির তারকারা।
[ad_2]
Source link