Homeদেশের গণমাধ্যমেঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ

[ad_1]

ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে নিরাপদ খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান শাইন মার্টের সৌজন্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে ক্রিকেট একাডেমির কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাতের টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু, আম্পায়ার অ্যান্ড স্কোরাস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন, সহসভাপতি আশিকুর রহমান রিজভীসহ একাডেমির খেলোয়াড় ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শাইন মার্টের স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম শাহিন বলেন, ‘আমি ক্রিকেট অনুশীলন করতাম। ছোটবেলা থেকে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রয়েছে। স্বপ্ন ছিল কোনো একসময় খেলোয়াড়দের উপহার দেব। সেই ধারাবাহিকতায় শাইন মার্টের পক্ষ থেকে আজকে এ উপহার। ঢাকায় থেকে চা বিক্রি, বাসের কন্ডাকটরসহ সব ধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে আমাদের আজকের অবস্থান। আমার স্বপ্ন মার্টের হয়ে একদিন অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত