[ad_1]
প্রথম ইনিংসে সুমন খান। দ্বিতীয় ইনিংসে এনামুল হক। ঢাকা বিভাগের দুই পেসারের সামনে দুই ইনিংসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খুলনা বিভাগ। প্রথম ইনিংসে সুমন ৬ উইকেট নিলে খুলনা অলআউট হয় ১৭২ রানে। ঢাকাও প্রথম ইনিংসে বেশি দূর যেতে পারেনি, আরিফুল ইসলামের ৬২ রানের সৌজন্যে ঢাকা করেছে ১৬০ রান। ১২ রানের লিড পাওয়া খুলনা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পেরেছে মাত্র ৩৪.৪ ওভার। এনামুল ৪ উইকেট নিলে মাত্র ৯১ রানে অলআউট হয় খুলনা। এনামুলের দুর্ভাগ্য, আলোকস্বল্পতায় দিনের শেষে খেলা চালিয়ে যেতে স্পিনারদের বোলিং করাতে হয়। তা না হলে ৫ উইকেট স্পর্শ করতে পারতেন তরুণ এই পেসার। আগামীকাল ১০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামবে ঢাকা বিভাগ।
[ad_2]
Source link