[ad_1]
মামলা নথিভুক্তির আগে ডিবির অভিযান, পুলিশ সদস্যের সঙ্গে বাইরের লোক যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনেরা। ফয়সাল খান, তাঁর তিন বোন ও চাচির বিরুদ্ধে তরুণীর বাবার করা মামলাটি পর্যালোচনা করে দেখা গেছে, মামলায় সংবাদপ্রাপ্তির তারিখ ও সময়ের জায়গায় ১১ নভেম্বর ০৫ মিনিট লেখা হয়েছে। পুলিশের ভাষ্য, ১০ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মামলা নথিভুক্ত হয়। থানা–পুলিশ রাত ১২টা ৫ মিনিটে মেয়ের বাবার কাছ থেকে সংবাদ পেয়েছে দেখালেও ডিবি রাত ৯টা ৩৮ মিনিটে অভিযানে যায়।
ফয়সালের বাবা মো. সেলিম খান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দুদিন আগেও আমার এক ভাইয়ের ওপর আক্রমণ করতে চেয়েছিল ওরা (তরুণীর পরিবার)। তারা উদ্দেশ্যমূলকভাবে ঘটনাটি ঘটিয়েছে। আমার ছেলেকে মেরেছে। তাকে মেরে ফেলার নিয়তেই গেছে, না থাকলে ডিবির অভিযানে অন্য লোক যায় কেন?’
জানতে চাইলে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতেই সেখানে ডিবিকে পাঠানো হয়েছিল। চিনিয়ে দেওয়ার জন্য দুজন সঙ্গে গিয়েছিলেন। কিন্তু পুলিশকে রেখে তাঁদের ওপরে যাওয়ার কারণ জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ঘটনা জানার পরই মামলা নেওয়া হয়েছে।
[ad_2]
Source link