Homeদেশের গণমাধ্যমেডেমরায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

ডেমরায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

[ad_1]

রাজধানীর ডেমরায় এলাকায় এক কিশোরীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ডেমরা থানাধীন আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. সোহাগ মিয়া (২০), আল আমিন হোসেন ওরফে বাবু (২০), মো. মিলন (২৪) ও  মো. সাজু (২৫)। 

ওসি মাহমুদুর রহমান জানান, গতকাল গণধর্ষণের অভিযোগে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, ভিকটিম ডেমরা থানা এলাকার একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করে। ফেইসবুকের মাধ্যমে গ্রেফতার সোহাগের সঙ্গে ভিকটিমের পরিচয় ও পরবর্তী সময়ে কথাবার্তা হয়। সোহাগ গত ১৩ জানুয়ারি বিকালে ভিকটিমকে দেখা করা জন্য বলে। দেখা করার জন্য গেলে সোহাগ ভিকটিমকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এক পর্যায়ে ডেমরা থানার লালশাহ মাজার রোড ভার্জিন বেকারির গলির একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে সোহাগ ও তার বন্ধুরা মিলে ভিকটিমকে গণধর্ষণ করে। 

তিনি জানান, মামলাটি তদন্তকালে ভিকটিমের জবানবন্দি পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডেমরা থানাধীন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণের সঙ্গে জড়িত সোহাগ, আল আমিন, মিলন ও সাজুকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ভিকটিমকে ডিএনএ পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত