[ad_1]
ঢাকা ওয়াসার দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন প্রতিষ্ঠানটির বিএনপিপন্থি কর্মচারীরা।
রবিবার (১৭ নভেম্বর) কাওরান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, ওই দুজন ডিএমডি হলেন— এ কে এম সহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সহযোগী আখ্যা দিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, রবিবার দুপুরে অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী দুই ডিএমডির কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে তাদের সম্পর্কে নেতিবাচক স্লোগান দিতে থাকেন। যারা বিক্ষোভ করছিলেন তারা ঢাকা ওয়াসার বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারী হিসেবে পরিচিত।
একপর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনে বের করে ওয়াসা ভবনের সামনের রাস্তায় নিয়ে যান। পরে তারা এমডির কক্ষের সামনে গিয়ে ফের বিক্ষোভ করেন।
ঘটনার বিস্তারিত জানতে এ কে এম সহিদ এবং মো. আকতারুজ্জামানকে একাধিকবার মুঠোফোনে কল করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
[ad_2]
Source link