Homeদেশের গণমাধ্যমেঢাকা কলেজে শিবিরের শীতবস্ত্র বিতরণ

ঢাকা কলেজে শিবিরের শীতবস্ত্র বিতরণ

[ad_1]

ঢাকা কলেজের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।

কর্মসূচিতে অন্তত ৫০ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হয়। ধাপে ধাপে বাকি স্টাফদের মাঝেও উপহার দেওয়া হবে বলে জানান শিবির নেতারা। এছাড়া বেশি শীত পড়লে অসহায়-দুঃস্থ শিক্ষার্থীদের তালিকা করে শীতবস্ত্র দেওয়া হবে বলেও জানায় ছাত্রশিবিরের নেতারা।

উপহার বিতরণ শেষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাকিম আহমেদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদা ছাত্রকল্যাণ মূলক এবং জনকল্যাণমুখী কাজের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসে ৪র্থ শ্রেণির কর্মচারী (মামাদের) মাঝে শীতবস্ত্র উপহার কর্মসূচি পালন করা হয়। মহানবী (সা.) বলেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার শত প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল হক মানিক বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিশেষ ভাবে ঢাকা কলেজ শাখার উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের কলেজের আশপাশে কোন কর্মচারী শীতে কষ্ট না করে। আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব, ইনশাআল্লাহ। আমাদের সবাই উচিৎ সামর্থ্যের আলোকে শীতার্ত মানুষের পাশে দাড়ানো।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত