Homeদেশের গণমাধ্যমেঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস দুর্লভ সম্পদ: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস দুর্লভ সম্পদ: উপাচার্য

[ad_1]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস ঐতিহাসিক মূল্য সম্পন্ন এক দুর্লভ সম্পদ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই প্রেসে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারেন। তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই প্রেস কার্যকর ভূমিকা রাখতে পারে।

সোমবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস পরিদর্শনকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রেস ম্যানেজার এস. এম. বিপাশ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয় প্রেসের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের গবেষণামূলক প্রকাশনা ও জার্নাল এসব প্রেসের মাধ্যমে প্রকাশ হয়। এজন্য এসব প্রেসের আলাদা মর্যাদা থাকে।

তিনি বলেন, ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস প্রতিষ্ঠিত হয়। পুরোনো প্রতিষ্ঠান হিসেবে এই প্রেসে বেশ কিছু ঐতিহাসিক ও দুর্লভ যন্ত্রপাতি রয়েছে। বেশ কিছু এখনো সচল। অবশিষ্ট যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। সার্বিক পরিকল্পনার আওতায় এনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসকে আমরা আরও কার্যকর ও আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ করেছি।

এফএআর/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত