স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় নানা ধরনের ভবঘুরে, অপ্রকৃতিস্থ, মাদকসেবী ও উদ্বাস্তুদের অবস্থান। তাদের উপস্থিতি ক্যাম্পাসের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।’
সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন মোড়ে তাদের মাদক সেবনরত অবস্থায় দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রায়ই তারা নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে, বাজে ইঙ্গিত দেয় এবং চলাফেরায় বাধার সম্মুখীন করে।’