Homeদেশের গণমাধ্যমেঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, কয়েকটি কারখানায় ছুটি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, কয়েকটি কারখানায় ছুটি

[ad_1]


নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৩ মার্চ ২০২৫  
আপডেট: ১৪:২৬, ৩ মার্চ ২০২৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, কয়েকটি কারখানায় ছুটি

সোমবার সকালে আন্দোলনকারী শ্রমিকরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন


গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সরে গেছেন আন্দোলনকারী শ্রমিকরা। এর ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে নারী শ্রমিকের আত্মহত্যার জেরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে টায়ার ও কারখানার গাড়িতে আগুন দেন তারা। সাড়ে ১১ টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। দুপুর ১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় অবস্থিত প্যানারোমা এ্যাপারেলস লিমিটেড। গতকাল রবিবার কারখানার একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার জেরে আজ সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কে পাশে অবস্থান নেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার একটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‍“শ্রমিক অসন্তোষের জেরে আশেপাশের কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এখন শ্রমিকরা সড়কে নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত