Homeদেশের গণমাধ্যমেঢাবিতে আবারও আঁকা হলো সিরাজ সিকদারের গ্রাফিতি

ঢাবিতে আবারও আঁকা হলো সিরাজ সিকদারের গ্রাফিতি

[ad_1]

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতির পাশে আবারও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের ছবি অঙ্কন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় অঙ্কন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থী সাজিদ বলেন, সিরাজ সিকদার আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি আওয়ামী লীগকে ভারতপন্থি শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন বলেই খুন হতে হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের অন্যতম প্রধান ভিকটিম সিরাজ সিকদার।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আরেক শিক্ষার্থী আসমানী বলেন, আমরা যেভাবে ২৪ এর গণঅভ্যুত্থানকে স্মরণ করে রাখব, ঠিক তেমনি সিরাজ শিকদারের মতো বাঙালি বীরদের স্মরণ করব। যতবার মুছে ফেলার চেষ্টা করা হবে আমরা ততবার অঙ্কন করব।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ফ্যাসিস্ট সরকারের অন্যতম প্রধান ভিকটিম আখ্যা দিয়ে শেখ মুজিবুর রহমানের পাশে সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের ছবি অঙ্কন করে শিক্ষার্থীরা। তবে গত শুক্রবার এই ছবি মুছে ফেললে সেদিন মধ্যরাতেই বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ মিছিলে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র ইউনিয়নের একাংশের নেতা মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবি জানান তারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত