Homeদেশের গণমাধ্যমেঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন আচরণবিধি চূড়ান্ত

ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন আচরণবিধি চূড়ান্ত

[ad_1]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু ও হল সংসদ নির্বাচনে কঠোর শৃঙ্খলা আনতে নতুন আচরণবিধি প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব বিধিনিষেধ ভঙ্গ করলে হতে পারে প্রার্থিতা বাতিল, জরিমানা কিংবা বহিষ্কারের মতো শাস্তি। প্রচারণায় থাকছে কঠোর নিয়ম-কানুন ও প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের জন্য নতুন আচরণবিধি-২০২৫ চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেট সভায় এই বিধিমালা অনুমোদিত হয়েছে। নতুন বিধিমালায় প্রার্থীদের জন্য কঠোর নিয়ম আরোপ করা হয়েছে, যাতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখা যায়।

নতুন বিধিমালায় বলা হয়েছে, আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শাস্তির বিধান রাখা হয়েছে। প্রয়োজনে রাষ্ট্রীয় আইন অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী প্রচারণা প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে শুরু করে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত সীমিত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টার মধ্যে প্রচার চালানো যাবে, তবে রাত ১০টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ। দেয়াললিখন এবং যানবাহনে পোস্টার, লিফলেট লাগানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো যাবে, তবে সেটি হতে হবে আইনসিদ্ধ ও ইতিবাচক পদ্ধতিতে। ব্যক্তিগত আক্রমণ, গুজব ছড়ানো বা অসত্য তথ্য পরিবেশন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় সর্বোচ্চ পাঁচজন সমর্থক সঙ্গে রাখা যাবে এবং কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। যানবাহন ব্যবহার করে শোডাউন বা ভোটার পরিবহন নিষিদ্ধ, তবে রিকশা ও সাইকেল ব্যবহারের অনুমতি থাকবে।

সভা-সমাবেশ বা শোভাযাত্রার জন্য অন্তত ২৪ ঘণ্টা আগে লিখিত অনুমতি নিতে হবে। প্রতিটি হলে একটি এবং বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ তিনটি প্রজেকশন মিটিং করতে পারবে কোনো প্রার্থী বা প্যানেল। হল বা ক্যাম্পাসের ভেতরে অনুমোদিত স্থান ছাড়া অন্য কোথাও সভা বা মঞ্চ তৈরি করা যাবে না এবং জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না।

নির্বাচনের দিন শুধু বৈধ ভোটার, প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা ও অনুমোদিত ব্যক্তিরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং বুথের ভেতরে কোনোভাবেই ছবি তোলা যাবে না। ভোট দিয়ে ভোটারদের দ্রুত ভোটকেন্দ্র ত্যাগ করতে হবে এবং জটলা তৈরি করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ডাকসু ও হল সংসদের নতুন বিধিমালা সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। ভাষাগত ও কিছু খুঁটিনাটি পরামর্শ সংশোধনের জন্য কমিটি কাজ করবে, তবে নীতিগতভাবে এগুলো চূড়ান্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, নতুন কঠোর এই আচরণবিধি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবে।

এফএআর/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত