[ad_1]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ৫০তম বর্ষপূর্তি বা সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. চেয়ারম্যান ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ১৯৭৪ সালের ১ জুলাই ঢাবির মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠা করা হয়। মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী সব ইভেন্টের মাধ্যমে অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনের পাশাপাশি শিক্ষকদের সঙ্গে তাদের অর্জনগুলো উদযাপন করবে।
মার্কেটিং বিভাগের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মো. নেয়ামুল ইসলাম সুবর্ণজয়ন্তীতে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থ উপদেষ্টা মো. সালেহ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।’
সাত দিনব্যাপী কর্মসূচির বিষয়ে জানিয়ে তিনি বলেন, ৭ ডিসেম্বর সকাল ৮টায় গ্র্যান্ড র্যালি, ৯টায় উদ্বোধন, দুপুর আড়াইটায় টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ওয়েবিনার ও আড়াইটায় কেস কম্পিটিশন হবে। ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় অ্যাকাডেমিক সিম্পোজিয়াম, ১০ ডিসেম্বর সকাল ৯টায় গেমস ও দুপুর আড়াইটায় বিতর্ক প্রতিযোগিতা, ১১ ডিসেম্বর দুপুর আড়াইটায় ক্যারিয়ার টক, ১১ ও ১২ ডিসেম্বর সকাল ১০টায় জব ফেয়ার, ১২ ডিসেম্বর দুপুর আড়াইটায় সাহিত্য ও কবিতা নিয়ে আলোচনা এবং ১৩ ডিসেম্বর সকাল ৯টায় থাকছে গোল্ডেন জুবিলির গ্র্যান্ড রিইউনিয়ন। এদিন নগর বাউল জেমস ও কণ্ঠশিল্পী ন্যান্সি পারফর্ম করবেন বলেও জানান তিনি।
বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কবি হেলাল হাফিজ, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলামসহ তিন জনকে আজীবন সম্মাননা দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
[ad_2]
Source link