Homeদেশের গণমাধ্যমেঢাবির সাবেক ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিকের জীবনাবসান

ঢাবির সাবেক ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিকের জীবনাবসান

[ad_1]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন এই বিষয়ে তথ্য দিয়েছেন।

তিনি বলেন, “১০টা ৪৫ মিনিটে চিকিৎসক জানিয়েছেন তিনি (আরেফিন সিদ্দিক) আর নেই। জানাজার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশেই আগামীকাল তাকে দাফন করা হবে।” 

গত ৬ মার্চ দুপুর সোয়া ২টার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সেদিন দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবে ইফতার কিনতে গিয়ে হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে পার্শ্ববর্তী বারডেম হাসপাতালে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং ‘বড় ধরনের স্ট্রোক’ করেছেন। 

সেখান থেকে ঢাবির সাবেক এই উপাচার্যকে ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নিউরোসার্জারি বিভাগের আইসিইউতে নেওয়া হয়, সেখানে ভর্তি ছিলেন তিনি। এক সপ্তাহ ধরে চিকিৎসা চলছিল তার, তবে অবস্থার খুব একটা উন্নতি হয়নি। অবশেষে বৃহস্পতিবার রাতে চলে গেলেন তিনি।

শিক্ষকতা ও অন্যান্য

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রথম মেয়াদের সাড়ে চার বছর পর উপাচার্য প্যানেল নির্বাচনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের সিনেট। নির্বাচনের পর ২০১৩ সালের ২৫ অগাস্ট প্যানেলে থাকা তিনজনের মধ্যে আরেফিন সিদ্দিককে সরকার দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্বে বসায়।

উপাচার্যের দায়িত্ব পাওয়ার আগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক।

২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে ফিরে যান। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

১৯৫৩ সালের ২৩ অক্টোবর ঢাকায় জন্ম গ্রহণ করেন আরেফিন সিদ্দিক। তিনি ১৯৬৯ সালে এসএসসি এবং ১৯৭১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৭৩ সালে বিএ এবং ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ সম্পন্ন করেন তিনি।

১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন আরেফিন সিদ্দিক। তার আগে ছিলেন বুয়েটের জনসংযোগ কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের নেতা আরেফিন সিদ্দিক দুই মেয়াদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও প্রেস ইনস্টিটিউটের সদস্যও ছিলেন আরেফিন সিদ্দিক। শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রচারবিষয়ক বেশ কিছু জাতীয় কমিটিতেও দেখা যায় তাকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত