Homeদেশের গণমাধ্যমেঢাবি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ

ঢাবি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এই নবীনবরণ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির সিনিয়র লাইব্রেরিয়ান ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এ এন এম সাব্বির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া বিভাগীয় অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী ও ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মাশিয়াত তাবাসুম বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে তাসনিম আলম আসফি ও নিত্যানন্দ বর্মা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জ্ঞানচর্চা না থাকলে বিশ্ব সভ্যতার বিকাশ ও উৎকর্ষসাধন স্থবির হয়ে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অনেক অবদান রয়েছে। সার্টিফিকেট অর্জনের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান আহরণ করে নিজেদের শাণিত করার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং পরমতসহিষ্ণু ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে।

এমএইচএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত