Homeদেশের গণমাধ্যমেঢাবি শিক্ষক সমিতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার অভিযোগ

ঢাবি শিক্ষক সমিতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার অভিযোগ

[ad_1]

শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে ঢুকে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর করেছে, এমন অভিযোগ করেছে শিক্ষক সমিতি।

শুক্রবার (১৩ ডিসেম্বর)  রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির রুমে ঢুকে এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা।

তিনি জানান, শুক্রবার  রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অফিসে জোর করে ২০-৩০ জনের একটি দল শিক্ষক সমিতির অফিসে ঢুকে পড়ে। এ সময়  ভাঙচুরসহ শহীদ বুদ্ধিজীবীদের জন্য রাখা ফুল ছিঁড়ে ফেলা হয়।  একারণে শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতি। কে বা কারা হামলা করেছে ঠিক বলতে পারছি না, বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনা যখন ঘটে তখন আমি অন্য একটা মিটিংয়ে ছিলাম। মিটিং শেষে উপাচার্যসহ আমরা গিয়েছি ঘটনাস্থলে। সেখানে শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া ছিলেন। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ক্লাব ও সমিতি হয়তো সিসিটিভি ফুটেজ দেখে কোনও ক্লু পেলে আমাদে জানাবে। আমরা তাদের সার্বিক সহযোগিতা করবো।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত