[ad_1]
গল্পটা গুপ্তধন খোঁজার। তবে বন্ধুত্ব, প্রেম, রহস্য আর অ্যাডভেঞ্চারের মিশেল, এটিকে নিয়ে গেছে ভিন্নমাত্রায়। মুক্তির পর থেকেই সিরিজটিতে বুঁদ সারা দুনিয়ার তরুণেরা। গত মাসে মুক্তি পেয়েছে সিরিজটির চতুর্থ মৌসুম। পঞ্চম মৌসুম দ্রুত নিয়ে আসতে এখন থেকেই তাড়া দিচ্ছেন ভক্তরা। কেন এই সিরিজটি নিয়ে এত আলোচনা? আইএমডিবি, ভ্যারাইটি অবলম্বনে সেটাই জানার চেষ্টা করা যাক।
[ad_2]
Source link