Homeদেশের গণমাধ্যমে‘তরুণ প্রজন্মের কাছে শহীদদের স্মৃতি তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি’

‘তরুণ প্রজন্মের কাছে শহীদদের স্মৃতি তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি’

[ad_1]

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তরুণ প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি। এই বধ্যভূমি সংরক্ষণ করে এখানে সর্বসাধারণ যাতে আসতে পারেন সিটি করপোরেশন থেকে সে উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৪ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমার বন্ধু ডা. রফিকুলের বড়ভাই আবুল মুনসুরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। এমন অসংখ্য পরিবার আছে যাদের কথাগুলো লেখা নেই ইতিহাসে। এখানে অবশ্যই ইতিহাসকে সংরক্ষণ করব।

তিনি আরও বলেন, চট্টগ্রামে সাগরিকা স্টেডিয়াম বীরশ্রেষ্ঠ রহুল আমীনের নামে করা হয়েছিল। কিন্তু আজ বীরশ্রেষ্ঠদের নামগুলো বিলীন হয়ে যাচ্ছে। তাদের স্থলে আমরা আমাদের রাজনীতিবিদদের নাম ঢুকিয়ে দিচ্ছি। যতদিন মেয়র হিসেবে থাকব, যতদিন জনগণ আমাকে এখানে রাখবে ততদিন অবশ্যই প্রকৃত ইতিহাস সংরক্ষণ করার চেষ্টা করব। জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদের যারা প্রাণ দিয়েছেন অকাতরে তাদেরকে তাদের জায়গা ফিরিয়ে দেব। এই জুলাই-আগস্টে যে-সব ছাত্র-শ্রমিক ভাইয়েরা জীবন দিয়েছেন তাদেরকেও স্মরণে রাখতে হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়া সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দল বেঁধে এসে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের ফুল দিয়ে স্মরণ করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত