Homeদেশের গণমাধ্যমেতল্লাশিকালে পুলিশ সদস্যকেই তুলে নিল ডাকাতরা, পরে যা ঘটল

তল্লাশিকালে পুলিশ সদস্যকেই তুলে নিল ডাকাতরা, পরে যা ঘটল

[ad_1]


সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৯ মার্চ ২০২৫  

তল্লাশিকালে পুলিশ সদস্যকেই তুলে নিল ডাকাতরা, পরে যা ঘটল


সুনামগঞ্জের দিরাই উপজেলায় সড়কে ট্রাকে তল্লাশি চালানোর সময় মামুন নামে পুলিশের এক সদস্যকে তুলে নিয়ে গেছে ডাকাতদল। অন্য পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া করে। মঙ্গলবার (১৮ মার্চ) গভী রাতে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাক জব্দসহ দুই জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জের শরীফপুর এলাকায় দিরাই-মদনপুর সড়কে গভীর রাতে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে দিরাই থানা পুলিশের টহল দল। সন্দেহ হলে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চান তারা। সদুত্তর না পাওয়ায় ট্রাকে কোনো অবৈধ পণ্য আছে কি না, তা তল্লাশি চালানোর জন্য ট্রাকের ওপরে উঠেন পুলিশ সদস্য মামুন। পরে দ্রুত গতিতে গাড়িটি পুলিশ সদস্যকে নিয়েই চলতে থাকে। টহল গাড়ি নিয়ে ডাকাতদের ধাওয়া করে পুলিশ। ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়। এতে ডাকাত দলের দুই সদস্য আহত হন। পরে তাদেরকে আটক করা হয়। 

রাইজিংবিডি ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি জানিয়েছেন, ডাকাতদলের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/মনোয়ার/রফিক



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত