Homeদেশের গণমাধ্যমেতাড়াশে বেড়েছে গরু ও ট্রান্সফরমার চুরি

তাড়াশে বেড়েছে গরু ও ট্রান্সফরমার চুরি

[ad_1]

সিরাজগঞ্জের তাড়াশে দুদিনের ব্যবধানে প্রায় চার লাখ টাকা মূল্যের চারটি গরুসহ একটি বাইক চুরি হয়েছে। ১০ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অনন্ত চারটি চুরি সংঘটিত হয়েছে। তবে এসব চুরি যাওয়া শ্যালোমেশিন, বৈদ্যুতিক ট্রান্সফরমার, গরু, মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সঙ্গে নতুন করে শ্যালোমেশিন ও ট্রান্সফরমার কিনতে ভোগান্তিতে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক তুহিন হোসেন জানান, চুরির ঘটনার পর বর্তমানে এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, রোববার বিকেলে তাড়াশ পৌর এলাকার আজিমনগর থেকে আজিমনগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অফিস সহায়ক সোলায়মান হোসেনের মোটরসাইকেল চোরে নিয়ে যায়। শুক্রবার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামের কৃষক তুহিন হোসেনের গোয়াল ঘরের তালা ভেঙে প্রায় ৪ লাখ টাকা মূল্যের চারটি ষাঁড় গরু চুরি হয়। পাশাপাশি গত ১০ দিন উপজেলার তালম ইউনিয়নের চককলামুলা গ্রামের কৃষক মো. শাহিন হোসেনের, কুন্দাশন গ্রামের সোরহাব হোসেনের, গাবরগাড়ী গ্রামের কৃষক আব্দুল মান্নানের, রোকনপুর গ্রামের শাহজাহান আলীর চারটি শ্যালোমেশিন চুরি করে নিয়ে যায়।

গত ২১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম, রোকনপুরের শাহজাহান আলী, পেঙ্গুয়ারীর গোলাম সাকলাইনের এবং মালশিন গ্রামের কৃষক আবু বক্কারের দুটিসহ মোট পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। যার বাজারমূল্যও প্রায় আড়াই লাখ টাকা। এ ছাড়া এলাকায় অহরহ মোবাইল ফোন চুরির ঘটনাও ঘটছে। অবশ্য, এসব চুরি যাওয়া সম্পদ উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের তাড়াশ থানা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত