Homeদেশের গণমাধ্যমেতারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

[ad_1]

আওয়ামী পুলিশ লীগের গুলিতে ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিনে আহত মেখলের সন্তান সিয়ামের জন্য দেশনায়ক তারেক রহমানের সহায়তা পৌঁছে দিতে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় তার বাড়িতে যান কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।

এ সময় মীর হেলাল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পাশে দেশনায়ক তারেক রহমান সবসময় আছেন এবং থাকবেন। এছাড়াও বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিএনপির যেসব নেতাকর্মী গুম, খুন হয়েছে তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পরিবারের পাশে থাকবেন।

তিনি আরও বলেন, একটি মহল আন্দোলনের সফলতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের জন্য দেশের ছাত্র-জনতা জীবন দিয়েছে। গণতান্ত্রিক সরকার গঠন না হ‌ওয়া পর্যন্ত যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেওয়ার অপচেষ্টা করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ আছে। ধৈর্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, ডাক্তার রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপি সদস্য সচিব অহিদুল আলম অহিদু,পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম,এ শুক্কুর মেম্বার, মেখল বিএনপি সভাপতি ইসমাঈল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক জি,এম, সাইফুল প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত