Homeদেশের গণমাধ্যমেতিতুমীর কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 

তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 

[ad_1]


তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২১ নভেম্বর ২০২৪  

তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 


রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজে ২৬তম শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, দপ্তর সম্পাদক পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হোসেন, অধ্যাপক প্রতিনিধি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দিন, সহযোগী অধ্যাপক প্রতিনিধি হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সরোয়ার মোর্শেদ খান।

এছাড়া সহকারী অধ্যাপক প্রতিনিধি হয়েছেন ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুকুল ইসলাম, প্রভাষক প্রতিনিধি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. হাবিবুন্নবী বাবু।

অন্যদিকে, ১০৫ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক, ১৩৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ উমর নাসিফ, ১১৩ ভোট পেয়ে সাহিত্য-সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফয়জুস সালেহীন।

ঢাকা/সিয়াম/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত