Homeদেশের গণমাধ্যমেতৃতীয় দিনের মতো ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত

তৃতীয় দিনের মতো ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত

[ad_1]

ঘন কুয়াশার কারণে টানা তৃতীয় দিনের মতো দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটে ফেরি ও নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল বুধবার রাত তিনটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিসহ অন্য নৌযান চলাচল বন্ধ আছে। পারাপার ব্যাহত হওয়ায় শীতে দুর্ভোগে পড়েন চালকসহ সংশ্লিষ্ট যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল রাত তিনটার দিকে ভারী কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি শাহ পরান ও এনায়েতপুরী মাঝনদীতে ঘন কুয়াশার কবলে দিক হারিয়ে ফেলে। পরে বাধ্য হয়ে এটিকে মাঝনদীতে নোঙর করে রাখা হয়। নদীতে ফেরি আটকে যাওয়ার খবরে উভয় ঘাট থেকে আর কোনো ফেরি ছেড়ে যায়নি। এ সময় দৌলতদিয়া প্রান্তে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ভাষাশহীদ বরকত, ভাষাসৈনিক গোলাম মাওলা, কে–টাইপ (মাঝারি) ফেরি কুমিল্লা, বাইগার ও কে–টাইপ (ছোট) ফেরি হাসনা হেনা যানবাহন লোড করে নোঙরে রাখা হয়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত