Homeদেশের গণমাধ্যমেতেল কম দিল ফিলিং স্টেশন, অতঃপর...

তেল কম দিল ফিলিং স্টেশন, অতঃপর…

[ad_1]

জ্বালানি তেল মাপে কম দেওয়ায় বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ অর্থদণ্ড দেওয়া হয়।

সূত্র জানায়, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের হাওলাদার ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনাকালে জেলা বিএসটিআই পরিদর্শক আব্দুল্লাহ আল নাহিদ উপস্থিত ছিলেন।

একই সময় উপজেলার রুহিতার পাড় মিশু ফিলিং স্টেশন ও রঙ্গশ্রী ইউনিয়নের এম খান ফিলিং স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। তবে এ দুটি প্রতিষ্ঠানে পরিমাপে তেমন কোনো গরমিল পরিলক্ষিত না হওয়ায় তাদের কোনো দণ্ড দেওয়া হয়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে অভিযানকালে বিএটিআই পরিদর্শক দলের পরিমাপক যন্ত্রের সাহায্য ১০ লিটার করে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাপ করা হয়। তাতে প্রতিটি ক্ষেত্রে ১০ লিটারে প্রায় এক থেকে দেড় লিটার করে তেল পরিমাপে কম পাওয়া যায়।

তিনি বলেন, বিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান পরিচালনা নিয়মিত অব্যাহত রাখবেন বলেও তিনি জানান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত