Homeদেশের গণমাধ্যমে‘তোরা রোজ টিকটক কর, আর এমন পারফরম্যান্স কর’

‘তোরা রোজ টিকটক কর, আর এমন পারফরম্যান্স কর’

[ad_1]

ভারত ম্যাচের আগে কোচ-খেলোয়াড়দের দ্বন্দ্ব নিয়ে জল কম ঘোলা হয়নি। ইংলিশ কোচ পিটার বাটলার তো সিনিয়র খেলোয়াড়দের ওপর বিরক্ত ছিলেন। তাদের কারও কারও যে টিকটকের দিকে মনোযোগ, সেটাও তিনি উল্লেখ করেছিলেন। আজ সব বিতর্ক একপাশে রেখে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।

কোচ বিরক্ত হলেও ম্যাচ শেষে অধিনায়ক সাবিনা খাতুন ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আমি চাই তোরা রোজ টিকটক কর, আর এমন পারফম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’

অন্য দিকে জোড়া গোলদাতা ও ম্যাচসেরা তহুরা খাতুন খেলা শেষে মাঠে দাঁড়িয়ে বলেছেন, ‘আল্লাহকে ধন্যবাদ। আমার অনেক ভালো লাগছে। সতীর্থদের অনেক ধন্যবাদ, তারা আমাকে অনেক সাহায্য করছে। আমি অনেক খুশি। কোচ পিটার বাটলার আমাকে সহযোগিতা করেছেন। ছোটন স্যারকে (সাবেক কোচ) মিস করেছি। সবমিলিয়ে আমি অনেক খুশি। আজকের জয়টা আমি আমার মারা যাওয়া বন্ধুকে উৎসর্গ করছি।’

ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তহুরা বলেছেন,‘আসলে আমরা প্রথম ম্যাচে অনেক  চেষ্টা করছি। কিন্তু জিততে পারেনি। আল্লাহ যা করেন, ভালো করেন। আজ অনেক চেষ্টা করেছি। সবাই শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছে। ম্যাচ জিতেছি। দুটো গোল করেছি। কোচ বাটলার অনেক সাহায্য করেছেন। ছোটন স্যার আমাদের অনেক কিছু শিখিয়েছেন। যারা শুরু থেকে আমাদের অনেক কিছু শিখিয়েছেন, তাদের কথা মনে পড়ছে। তাদের কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত