Homeদেশের গণমাধ্যমেত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

[ad_1]

ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীররামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম অনুফা বেগম (২১)। নিহত অপরজন পুরুষ, তার আনুমানিক বয়স (২২)। তারা জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মো. মনসুর আহমেদ জানান, কিশোরগঞ্জের তাড়াইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ত্রিশাল হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে উপজেলার বীররামপুর এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার দুই যাত্রী। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় অটোরিকশার চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, খবর পেয়ে বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত